মনচোরা - RATAN MONDAL
মনচোরা
রতন মণ্ডল
আমি যে এক মনচোরা
করেছি তোমার মন চুরি
তোমার মতো যাদের বাসি ভালো
তাদের মন লই কাড়ি
পাওনা যে টের কোথায় হারাও হৃদয়
আমার স্মৃতি তোমার মনে নেয় আশ্রয়
চাওনা আমায় তুমি
তোমায় চাই আমি
তুমি দিতে চাও ফাঁকি
আমি তবু কাছে থাকি
একি মহা বিপদ হায়!
এর থেকে বাঁচার কি আছে উপায়??
ভেবে তুমি যাও খুঁজে নাহি পাও
কি হারিয়েছ কোনখানে
না চেয়েও তুমি লয়েছ আমারে
তোমার মনের মাঝখানে
বসে আছে আনমনা কয় যখন আনজনা
কি হেতু এমন ভাব?
কও তুমি তারে বুঝিতে নারে
কিসের হইল অভাব?
আমি হাসি তোমার মনের আড়ালে
দেখতে পাবে অনিচ্ছা সরালে
কেবা আছে বসে সেথা?
না খুঁজিতে, খুঁজো যখন
কোন চোর তব হরিল মন
কই আমি, “ বসে আছি হেথা।”