বিশ্ব বিবেকানন্দ - RATAN MONDAL
বিশ্ব-বিবেকানন্দ
রতন মণ্ডল
তেজদীপ্ত রূপখানি তব
মোরে অস্থির করে বড়ো,
সদা যেন তুমি বলিতেছ মোরে-
“কিছু করো কিছু করো,
কর্মহীন হয়ে কেন গো তুমি
সদা শয়নে থাকো?
‘শিব জ্ঞানে জীব সেবার’
মন্ত্র হৃদয়ে রাখো।
তোমা পাশে যে দীন দেবতা
সদা ঘোরাফেরা করে
তাদের দুঃখের কথা তোমার
কখনো মনে পড়ে?”
হতবাক হয়ে রইলাম চেয়ে
লজ্জা আসে গো মনে
শঙ্কিত হয়ে উঠিলাম আমি
তব তেজের বাণী শুনে।
মুখ দেখে তুমি কহিলে আমারে
“দূর করে ফেল ভয়,
আমি সাথে আছি যে তোমার
হবেই হবে জয়।
যেও নাকো দূরে, ধন ক্ষয় করে
আপন ঘরেতে থেকো
তোমা পাশে কত নারায়ণ আছে
সে কথা মনেতে রেখো।
সকলের কথা মনেতে রাখিয়া
জীবন রেখো গো বাজী
সকলের তরে করিয়া যাইয়ো
যতদিন আছো বাঁচি।
বলিলাম যাহা পারিবে তো তাহা
সঙ্গী বিহীন হলেও?”
কহিলাম আমি, “থাকিব বাঁচিয়া
আপনি মরিয়া গেলেও”।
অপরের তরে করিয়া কর্ম
পাইলাম মহানন্দ
কর্ম করিতে শিখাইলে তুমি
বিশ্ব বিবেকানন্দ।।