বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

পুরাতন স্মৃতি - RATAN MONDAL

পুরাতন স্মৃতি
রতন মণ্ডল

বাহির হইল আজি বিচারের ফল
তোমারে দিল গো মালা মোরে দিল ঘোল
নাই কোনও জ্ঞ্যান মোর পুঁথির বিষয়ে
নাই কোনও টান মোর বিষয়ে আশয়ে
প্রেম শুধু আছে এই বুকে
তাই নিয়ে থাকি মহাসুখে
তবু মোরে করে গো অপমান
মোর প্রতি নাই কোনও টান
শুধু বলে, “ না শিখিলে ভুরি ভুরি পুঁথি
কেমনে জানিবে তবে এ বিশাল পৃথ্বী?”
বলি আমি জানি যাহা জানো নাকো তুমি
প্রতি ভোরবেলা উঠে গুরুপদ চুমি
তুমি কভু করো তাহা আমার মতন
করো কি পিতামাতার সদাই যতন
তবে কিবা শিখিলে গো কি রহিল জ্ঞান
সংসার করিতে সুখি যায় যদি প্রান
সেও শ্রেও তবু আমি শিখিব না পুঁথি
বহিতে পুঁথির ভার ভুলি পুন্যস্মৃতি
পুঁথি শিখে ছুটে যাই অর্থের লোভে
প্রেম ছেড়ে ফেটে পড়ি হিংসা ও ক্ষোভে
মা বলেন, “ নাই বাধা শিখিতে পারো পুঁথি
স্মরণে রাখিও যদি পুরাতন স্মৃতি।।“