পূজোর মজা - RATAN MONDAL
পুজোর মজা
পুজো মানে দুখের মাঝে সুখের আনাগোনা
পুজো মানে একটি বছর আনন্দদিন গোনা,
পুজো মানে আড্ডা খাওয়া, পুজো মানে সব
পুজো মানে বন্ধু সাথে মজার কলরব
পুজো মানে বেরিয়ে পড়া ঘরের বাঁধন ছেড়ে
পুজো মানে লুকিয়ে রাখা বেদনা দাও ঝেড়ে
পুজো মানে দূরে দুর্যোগ, তোয়াক্কা নেই কিছু
পুজো মানে ভয়হীন সব মা যে আছেন পিছু
পুজো মানে ভালবাসার নতুন সমাদর
পুজো মানে ঢাকের তালে দোলাও কোমর
বছর ঘুরে কয়েকটা দিন মজায় মজা ভাই
সবাইকে আমি আন্তরিক শারদ শুভেচ্ছা জানাই।।