বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

চুপকথারা - সুতীর্থ মুখার্জী

চুপকথারা ......... বারোমাস
বুকে লুকিয়ে চুপকথারা –
হেঁটেছে বারোমাস ।
চোখে সাজিয়ে চুপকথারা –
ভিজেছে বারোমাস ।।

খোয়াই ধার – চোখের কিনার ।
এলো মেলো দিন – প্রতিদিন ।
রোজ রোজ সোনাজল – মিঠেরোদ ।
আকাশ আকাশ – এই বারোমাস ।
রোজ রোজ একই ভুলে –
ছুঁলে বলো কেন –
আদুরে আঙুলে !!

সীমানা ছাড়িয়ে – চোখের কিনারে ,
খোয়াই ধারে সর্বনাশ ।
স্মৃতি মাখিয়ে চুপকথারা –
ইতিহাস পাতায় বারোমাস ।।

আগোল – পাগল - দিশেহারা ।
শুনশান – বাগান - চোরকাঁটা ।
পুরনো কল – মফঃস্বল ।
ভেজা চোখ –
যার ই হোক –
মেখেছে মেঘেলা দিনযাপন ।
হাতের ভুলে –
হারানো কানের দুলে –
ছুঁলে বলো কেন –
অভিমানী আঙুলে !!

দু’হাত বাড়িয়ে – চোখের কিনারে ,
এই পাগলপারা – সর্বনাশ ।
নোনাজল ভিজেয়ে চুপকথারা –
কবিতার খাতায় বারোমাস ।।