নদীর ধারা - RATAN MONDAL
তারই চলার বাঁকে থমকে ডাকি তাকে
সে যে দিল না সারা,
ঢালু তার দুই পাড় দাঁড়ায় না একবার
সে বেগময় নদীর ধারা।
চলা তার নাই শেষ দিয়ে যায় উপদেশ
“অপেক্ষা করো কার জন্য??
ক্লেশ না রেখে মনে বয়ে যাও নির্জনে
জীবনটা হয়ে যাবে ধন্য।।’’