ন্যায় অন্যায় - RATAN MONDAL
ন্যায়-অন্যায় – রতন মণ্ডল
কি বা অন্যায় করেছি আমি
আজও পাইনি খুঁজে,
ন্যায় যা কিছু ছিল সবই
ফেললে অন্যায় বুঝে।
অনেক খুঁজেছি সে ভাবনারে
আজও পাইনি কুল,
বুঝছি ভালবেসে তোমায়
করেছিলেম ভুল।
বেরসিকে রসের কথা মহাঅন্যায় সে
আপনারে আপনি দুষি রসদানের দোষে।
অপাত্রে মানিক দান হারিয়েছি মূল্যবান
সকল রতন রাশি
তোমারে বিলিয়ে সে আমি নিঃশেষে
গলায় পরিনু ফাঁসি।।