নাথ - RATAN MONDAL
কত কি করেছো তুমি কেমনে ভুলিব তা
যদি ভুলি কোনদিনও মানব জীবন বৃথা
চাই না এ দুর্লভে হেলায় ফেলতে
চাই না তোমায় আমি কোনদিন ভুলতে
দুখিজনে সুখ দিলে ভিক্ষুকে অন্ন
তোমার দান পেয়ে জীবন মোর ধন্য
নাথ হয়ে এসেছিলে অনাথের ঘরে
না চাইতে কতো কিছু দিলে আমারে।।