বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

আমি - RATAN MONDAL

আমি
রতন মণ্ডল

আমার এ বদনখানি     যখনই দর্পণে আনি
মনে ভাবি কতো না সুশ্রী!
চোখে আঙ্গুল দিয়ে যবে অন্যজনে কথা কবে
বিশ্বাস করি না আমি বিশ্রী।
কি দারুন রুপ আমার   মতি আছে ঠকাবার
নিজেরে বড় চালাক ভাবি
সত্য মোরে যে ভালবাসে         ভরি তারে মিছে আশ্বাসে
সুযোগ পেয়ে কেড়ে নিই সবই
সদা সাথি ছিল যে জন বোঝে নি সে আমার এ মন
ভেবেছে সে আমিও তাকে ভালবাসি
“বন্ধু” বলে ডাকে ঠিকই          বন্ধু তাকে মানি নাকি
তার সরলতা দেখে আমার পায় হাসি।।

আজকের দিনে এমন সরল
সত্য সে জন বোকা বটে
নইলে কি আর আমার মতো
মানুষ তার ভাগ্যে জোটে?
আমিও খুব ভাগ্যবান হে
এমন বোকা মানুষ পেয়ে
এমন বোকা মানুষ যেন
বিশ্বমাঝে যায় গো ছেয়ে
পেলে এদের আমার মতো
মানুষদেরই হয় সুবিধা
হতে রাজা দিতে সাজা
থাকবে নাকো কন বাধা
স্বপ্ন দেখে রাত কাটাবে
দিন কাটাবে বিশ্বাসে
জগত মাঝে তারাই বোকা
যারা এমন দিনে ভালোবাসে।।