বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

বিশ্বকবি - RATAN MONDAL

আজি হতে সার্ধশত বছর আগে 
          এসেছিলে মোদের মাঝে
বাঙ্গালির স্বরূপ তুমি ধরালে
                   বিশ্ব সমাজে।
অলস হয়ে থাকি ভাবে
          সবাই, নয় গো তাহা
সকলই করতে পারি
          যখনই চাই যাহা।
বাঙ্গালিও পারে জেনো
          বিশ্ব জয় করতে
জানে সে গো উচ্চশিরে
          কর্ম করতে মরতে।
ঘুম কাতুরে বলে জানে
          আমাদের সবে
সহ্য হল না তোমার
          রইলে না নীরবে।
দিনরাত এক করে
          করলে মহাসৃষ্টি
কাব্য ধারায় তোমার
          ঝরে গেল বৃষ্টি
খরা ভরা ছিল ধরা
          সকল অনাসৃষ্টিতে
করলে শ্যামলা তাকে
          তব মহাসৃষ্টিতে।
শত সন আগে তুমি
আনলে বিশ্বসেরা মুকুটখানি
          আমাদের ঘরে
নোবেল যে নাম তার
আনলে সে বাহার
          তোমার প্রতিভার জোরে।
স্থাপন করলে স্তম্ভ
          বিশ্ব মাঝারে
সব ভেদ ভুলে তুমি
          আপন করলে সবারে
তাইতো সকলে তোমায়
          গুরুদেব মানি

আমার ’পরে ফেলো গুরু
          তোমার আশিস খানি
পেলে তোমার আশিসখানি
          হব আমি ধন্য
হতে চাই সবামাঝে
          কবি বলে গণ্য।।