বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

জীবনদীপ - RATAN MONDAL

জীবনদ্বীপ
রতন মণ্ডল

\r\n

ফুরিয়ে আসবে যবে দিন
জীবন আকাশের প্রান তারাটি
যখন আলো ত্যাগ করতে করতে
আলোর শিখা ছোটো হতে হতে
হঠাৎ দপ করে নিভে যাবে
তখন কেউ টের পাবে না
কখন হারিয়ে যাবো আমি
কেউ টের পাবে না। কারও ভাবনাতেও
হয়তো থাকব না আমি
নিমেষে শেষ হব,
তখন কি তারা ভাববে আমার কথা?
মনে রাখবে আমার কথা?
যারা আজ এত ভালবাসার অভিনয় করে!
কিন্তু আমি যাকে প্রানের চেয়ে বেশি ভালোবাসি
সে আসবে তো আমার সেই শায়িত শবের পাশে?
নাকি অন্ধকারে আসতে সেও ভয় পাবে?
কিন্তু আমার তখনও আনন্দ হবে
যদি বন্ধুর হাসিখানি দেখতে পাই।
সবশেষে আশা করব, বন্ধু এই আনন্দটি দেবে
সবাই তাকে জানিও কিন্তু............।