জীবনদীপ - RATAN MONDAL
জীবনদ্বীপ
রতন মণ্ডল
ফুরিয়ে আসবে যবে দিন
জীবন আকাশের প্রান তারাটি
যখন আলো ত্যাগ করতে করতে
আলোর শিখা ছোটো হতে হতে
হঠাৎ দপ করে নিভে যাবে
তখন কেউ টের পাবে না
কখন হারিয়ে যাবো আমি
কেউ টের পাবে না। কারও ভাবনাতেও
হয়তো থাকব না আমি
নিমেষে শেষ হব,
তখন কি তারা ভাববে আমার কথা?
মনে রাখবে আমার কথা?
যারা আজ এত ভালবাসার অভিনয় করে!
কিন্তু আমি যাকে প্রানের চেয়ে বেশি ভালোবাসি
সে আসবে তো আমার সেই শায়িত শবের পাশে?
নাকি অন্ধকারে আসতে সেও ভয় পাবে?
কিন্তু আমার তখনও আনন্দ হবে
যদি বন্ধুর হাসিখানি দেখতে পাই।
সবশেষে আশা করব, বন্ধু এই আনন্দটি দেবে
সবাই তাকে জানিও কিন্তু............।