ফলাফল - suman chattapadhyay
একটা দিন আসে
আসতে হয়,
তোমার ভেজা ঠোট
নিরুদেশ চোখ
মন আমার ঝাঁপি ফুঁড়ে হাতড়ায় ............
রাত এলো
এসে গেলো,
হাজার খানেক স্রোত
তবু তোমার
ঘুমন্ত চোখ
নেভা ঠোট,
আমার স্নায়ু ফুড়ে শুধু জঞ্জাল আর ধ্বংসের স্তুপ।।