বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

ফেরা - suman chattapadhyay

তুমি ও বুঝি ফিরবে?

              কথা তো ছিলনা এমন ,

একশো আট বিল্লপত্ত্র

 হাজার ঘনটার বিকট আস্বাদ,

আলপিনে বুক কুটে

লালা ঝরা ন্যাংটো মনের

আড়াল পেরিয়ে যাওয়া........

 

কথা তো ছিলনা ফিরবে।

ফিরে আসে স্রোত

আসে ফিরে বসন্তও

বুকে পিঠে ফিরে আসে স্নায়ু 

 

তুমিও এসো

যদিও কথা ছিলনা এমন

তুমিও ফিরবে।।