বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

নীলচে রক্ত আর এই হুইস্কির গেলাস - সুতীর্থ মুখার্জী

নীলচে রক্ত আর এই হুইস্কির গেলাস –
কিছু হিমসায়ানিন আর মৃতদেহের উল্লাস !
বাহারি হরমোন –
সাজানো দাবার ছক ।
বুকফাটা যৌনতায় ক্রমশ ভরেছে –
পাড়ার রক ।

আর এই হুইস্কির গেলাস !

হঠাৎ বৃষ্টিতে ভিজে চুপসে সারা পাড়া –
আধচোঙা ঢেকুরে নিমজ্জিত শয্যা –
পকেটে বিজ্ঞাপন তবু – ‘সর্বহারা’ !

চেনা চেনা পথে ভিজে গেছে অভিমানও –
শুনশান কোলাহলে মেঘেরা গান শুনবে বলে –
পেতেছে কান ।

আর এই হুইস্কির গেলাস !

কিছু শরীরে মিলনের তৃপ্তি –
কারও চোখে অকাল সর্বনাশ ।

ঘেন্না ভেজা কান্নায় স্যাঁতস্যাঁতে সন্ধ্যেগুলো ।
খালি পায়ে ধুলো-বালির শহর –
লেগে আছে একান্তে ।
তাই দিয়েই ভরাডুবি –
মনপাহারা ফেরার ।
আগুন কেড়ে শূন্য দু হাত –
শরীর পুড়বে আবার ।
কালো চোখের সাদা পাড়ে –
রক্ত ছিটে , গল্প লেগে
তাই দিয়েই এই পাণ্ডুলিপি –
আমার চৈত্র মাস ।

এখন সময় হয়েছে সর্বহারা –
আর এই হুইস্কির গেলাস !!