রাতের নিঃস্তব্ধতা - Suman Sahu
গভীর রাতের নিঃস্তব্ধতা ভাঙে
ঝমঝম বর্ষার মাঝে
ঘন অন্ধকারের মায়াজাল বুনে
বিদ্যুত চমকাতে চমকাতে
এখনো গাছ্তটে বসে
নাও বেঁধে ঘাটে
কে পথিক আসবে তুমি
এ জীবন-নদ পারাপারে
বেঁধেছি জীবন স্বপ্নে
ওদিকে বৌ আছে ঘরে
ওই বুঝি দেয় ডাক
খিদে পেটে চিতকার
না হয় রাত হলো বটে
বাচ্চাগুলো যেন ঘুমিয়ে থাক
ওই বুঝি ওর মা
ফিস ফিস দেয় তা
উতসুক মনে উতকন্ঠা নিয়ে
ভাবছে আমার ফেরা
এদিকে গভীর রাতের নিঃস্তব্ধতা ভাঙে
ঝমঝম বর্ষার মাঝে
ঘন অন্ধকারের মায়াজাল বুনে
বিদ্যুত চমকাতে চমকাতে I