দীপান্বিতা - Tapan M Chisty(তপন এম. চিশতী)
অন্ধকারে দ্বীপের আলো জ্বালিয়ে দিতে এলি
নিরস পাথুরে ভারাক্রান্ত এক অন্তহীন ধোঁয়াশার মাঝে । শুরু হল এক নতুন স্বপ্নের পথ চলা, কখনও বা অস্পষ্ট আবছা মন খারাপের অন্ধকার আবার কখনও ঝলসিয়ে দেওয়া হঠাৎ সুখের বজ্রপাত । তবে ক্ষণিকের উস্নতাও বাড়িয়ে তুলেছিল দুই শরীরের গভীরে লুকিয়ে থাকা ঐশ্যরিক ভালবাসাকে , জানিমানসিক প্রেম আর দেহের আকুতি এর সুসম্পর্ক ই আসলে আমাদের সভ্য সমাজের সংজ্ঞায়িত ভালবাসা। তবে সন্দেহের মাকড়শা জাল আর একের পর এক তুচ্ছ অভিমানের সহজলভ্য লালসা এর বিসাক্ততা আজ আমাদের রক্তে মিশে গেছে , সিগারেটের ধোঁয়ার মতো। তাই প্রতিনিয়ত খুঁজে বেরাচ্ছি নিজেদের অন্যভাবে অন্য কোথাও , তবে খুঁজছি না তলিয়ে যাচ্ছি সেটা এখনও সত্যি মিথ্যের জটিল গ্রাফের 'শুন্য' বিন্দুতে । কিন্তু এটাও জানি অপেক্ষার সরলরেখা একদিন মিলবেই, তাই মেঘের আড়াল কাটিয়ে হাতছানি দিচ্ছে নতুন সূর্য, নতুন রঙে নতুন সাজে ......।।