মনটা - বিশ্বজিৎ সরকার
অদ্ভুত স্মৃতি সে সব, তাকে সব সময় কাছে চাইতাম, পেতাম না, সে ছিল অন্য কারোর। জানি না কেন কিভাবে কখন তাকে এতটাই ভালবেসে ফেলল মনটা যে তার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি হয় গেল। সে ছিল আমার প্রাণ, আমার আশা, আমার স্বপ্ন, আমার হাঁসি, আমার কান্না, আমার তৃষ্ণা মেটানোর জল। ঘটনা ক্রমে সে অজানা কারনে আমার মনের এই ছোট্ট কুঠিরে নিজেকে সমর্পণ করল , জানি না সে বুঝেছিল কিনা আমার ভালবাসাটাকে, আজ আর সেই ভালবাসা আমার মনের কুঠিরে নেই, সমর্পণ করে দিয়েছে নিজেকে অন্য কারোর প্রাণ কুঠিরে, কিন্তু তার প্রতি টা স্মৃতি খাঁচাটাকে আঘার করে করে ভেঙ্গে ফেলছে। হয় তো এখনও আমার ভালবাসা তার কাছে অজানা বন্ধুত্তের মতো। চোখের সামনে তাকে দেখি সবসময় আর মিলে যায় তার সঙ্গে কাটানো মুহূর্ত গুলো, কিছু করতে পারেনা এই ভাঙা মন কাকে বলবে তাই একা একাই গুমরে গুমরে কষ্ট পায়। তার জন্য চিন্তা করা, তার খেয়াল রাখা, তার কষ্ট দেখে ছুটে যাওয়া সব কিছু যেন অভ্যাস এর মতো হয়েগেছে আমার। তার চোখের একফোঁটা জল যেন আমার মনের খাঁচায় আঘাত করতো, তার সেই অদ্ভুত সুন্দর হাঁসি একটু দেখার জন্য প্রতি টা মুহূর্ত ছটফট করতো মনটা । মনটা খুব জোরে জোরে কাঁদে এখন তার নাম নিয়ে। শুধু তাকে আর একবার এই মন চায় জ্বালাটাকে মেটানোর জন্য। যতই চাই সেসব ভুলে যাওয়ার মন তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় আর বলে দূরে চলে যাবেই যখন তখন এতো কাছে এলে কেন? এই মন একটা ভাঙা বেতারের মতো যাতে তাকে ছাড়া অন্য কারোর কম্পাঙ্ক ধরেনা, সব সময় চায় মন তোমায় জড়িয়ে ধরে কাঁদতে আর বলতে ফিরে এসো আমার কাছে ফিরে এসো। যতই বলিনা কেন তাকে ভুলে যাবই সময়ের সাথে মন মানে না। যতই কষ্ট হোক মন তার স্মৃতি নিয়েই বাঁচতে চায়, একটাই কথা মন বারবার বলে সে তো ভাল আছে আমি না হয় নাই থাকি। তার জন্য এই মনের দরজা কখনও বন্ধ থাকেনি থাকেনা থাকবেওনা সেই পাখি টা যখন চায় তখনই উরে এসে বসতে পাড়ে, এই ক্ষতবিক্ষত মনটাকে আবার আদর করে সুস্থ করে তোলার জন্য ওই পাখিটিকে খুব দরকার শুধু তাকে... শুধু তাকে...।।