বালুকা বেলায় - Suman Sahu
ধূলিস্যাত হয়ে গেছে বহু বছর আগে
য্খন আমি একাকী পথে মরুপ্রান্তে
জীবনের স্বাদ পরম প্রান বিন্দু তুমি সেথায় জেনে
সেদিন আমি মরুপ্রান্ত থেকে রৌদ্র করাটে
যত তৃষ্ণা গলাফাটা তপ্ত দিবসে
শুধু তোমাকেই পেতে বালুকা পথে
কত দিন ফুরোলো ,ফুরোলো পথের ঠিকানা
উড়ে গেছে বালু ঝড় ,তপ্ত জীবন ফোয়ারা
দিশাহীন পথে না জানি মনের আড়ালে
আমি কোনসে দূরে শুধু তোমার তরে
ভালোবাসা মরুতে মরুদ্যানে
বালুকা বেলায় কবিতা তোমাকে