যাই কিনছি – জোড়ায় জোড়ায় - সুতীর্থ মুখার্জী
যাই কিনছি – জোড়ায় জোড়ায় ।
জুতোর ফিতে , হলুদ রুমাল
কালো পরচুল , পাতলা টি - শার্ট
গাড়ির বনেট , রাবার পেন্সিল
জোড়া ফলা দা , বিস্কুটের প্যাকেট
নোনতা কিছু স্বাদ , মুছে যাওয়া স্মৃতি ।
কিছু ক্ষেত্রে তাই ডিস্কাউন্টও দিচ্ছে –
ঘড়ির কাঁটা , কাঁটা চামচ
পেরেক – সেফটিপিন , ফুলের তোড়া
ফেলে আসা পরিচয় , ঘুমজড়ানো আদর ।
কামনার চাদর , দাগ লেগে থাকা চাদর ।
ফুরফুরে বিকেল , চুরমুর দোকান ।
রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম , সাধের সংসার –
তার সাথে ফ্রী কিছু মান - অভিমানও ।।