বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

যাই কিনছি – জোড়ায় জোড়ায় - সুতীর্থ মুখার্জী

যাই কিনছি – জোড়ায় জোড়ায় ।
জুতোর ফিতে , হলুদ রুমাল
কালো পরচুল , পাতলা টি - শার্ট
গাড়ির বনেট , রাবার পেন্সিল
জোড়া ফলা দা , বিস্কুটের প্যাকেট
নোনতা কিছু স্বাদ , মুছে যাওয়া স্মৃতি ।

কিছু ক্ষেত্রে তাই ডিস্কাউন্টও দিচ্ছে –
ঘড়ির কাঁটা , কাঁটা চামচ
পেরেক – সেফটিপিন , ফুলের তোড়া
ফেলে আসা পরিচয় , ঘুমজড়ানো আদর ।
কামনার চাদর , দাগ লেগে থাকা চাদর ।
ফুরফুরে বিকেল , চুরমুর দোকান ।
রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম , সাধের সংসার –
তার সাথে ফ্রী কিছু মান - অভিমানও ।।