সময় - Suman Sahu
বছরের প্রথম দিন থেকে
দিন লিপি লিখে গেছি
প্রতিটা পাতায় উদ্ভাসিত
মুহুর্তের প্রতিচ্ছবি
একে একে ভরে ওঠে
ডাইরীর পাতা গুলো
সময় দিয়েছে এগিয়ে
নতুন ঘটনার সূত্র
বছরের শেষে
মন পড়ে রয়
নতুন ডাইরীর খোঁজে
মন সরিয়ে
খানিক ভেবে
দেখি পেছন ফিরে
লেখা পাতা চাপা পড়ে আছে
শুধু পূরোনো ডাইরীটা চোখে পড়ে।