বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

উদ্ভট কবিতা - alaka sanyal

 

উদ্ভট কবিতা
----------


জব্বর এক গল্প শুনতে হয়োনা অ-ধীর
চলবে নাকো প্রশ্ন করা শুনতে হবে স্থির
হদ্দমুদ্দ গরীব বেজায় ক্যাংলা দুটো লোক
দুদিন ধরে ভাত জোটেনি, যেমন করেই হোক
খাবার জোগার করতে হবে রাখতে গেলে প্রাণটা
একটা ছিল উলঙ্গ আর অন্যটা তো ন্যাংটা!
তফাৎ যদি করতে আস এইখানে দাও ক্ষান্ত
চুপটি করে শুনতে থাক পরের সে বৃত্তান্ত ।

ন্যাংটা লোকের ট্যাঁকে গোঁজা ছিল দুটি ট্যাকা
একটা ফুটো - একটা অচল, সেজে বেজায় ন্যাকা
শিকার করবে যুক্তি করে কিনল দুটো তীর
একটার তো মাজাভাঙ্গা, একটার নেই শির!
ফলাভাঙ্গা তীরটি নিয়ে গেল যে জঙ্গলে
এক টিপেতে দুটো হরিণ পড়ল ধড়াস করে
একটা হল সদ্যমৃত, একটার নেই প্রাণ
প্রাণহীন টা কাঁধে ফেলে চলল হাটে সটান ।
এ পর্যন্ত পড়ে যদি জাগে ধন্দ ভয়
বন্ধ কর খাতার পাতা, কোনো সন্দ নয় ।

প্রাণহীন কে বেচে কিনল কাঠকুটো আর চাল
আরো কিনল দুটো হাঁড়ি- বাজিয়ে নিয়ে তাল
হাঁড়ি দুটোর একটা ফুটো, একটা তলাছাড়া
তলাছাড়ায় ভাত বসাল, কাঠকুটো সব জ্বালা
পোড়াকপাল- ভাত পড়ে সব আগুন নিভে গিয়ে
পেটটি পুরে ফ্যান খেয়ে তাই পড়ল যখন শুয়ে
বলব কি ভাই সেই দুজনের কান ডাকার কি ধূম
বসে বসে নিদ্রা দিল- দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম!

অলকা সান্যাল ।