বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

যে টুকু পাওনা ছিল - সুতীর্থ মুখার্জী

যে টুকু পাওনা ছিল –
মেঘের কাছে বসতবাড়ি ।
আঙুল ছুঁয়ে সোহাগ জানায় –
শিউলির উপর শিশির তার ই ।

জোয়ার আঙিকে পুর্নিমা সারারাত ।
রাতভোরে এসে অনুযোগ –
আলগা চিবুক – সোহাগী সে মুখ –
কোপাই এর পাড়ে তার পোড়ো বসত ।।

যে শরীরে রোজ – চলেছে ভুরিভোজ –
আগুন সে আজ বৃষ্টির প্রাসঙ্গিকতায় ।
শহর জুড়ে , এ মন ঘিরে – মেঘ যদি ভাঙ্গে –
তোমায় চুমু খাব কোলকাতা ।।

মেঘ ভাঙ্গা জলে –
সব রঙ ভিজে ।
শরীরের স্বেচ্ছাচারিতা অলি থেকে গলি ।
দিনে সে ছায়া দেয় – রাতে নিয়নের মায়া –
শোন, আজ তোকে মেঘেদের কথাই বলি ।।