বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

আমি নারী - Tapan M Chisty(তপন এম. চিশতী)

আমি নারী

আর এটাই আমার দোষ ।

 

শুনেছি জন্মের সময় মেয়ে

হয়েছে শুনে, বাবা নাক কুঁচকেছিল সাথে

অসস্তিকর দীর্ঘ নিঃশ্বাস ।

আর মায়ের চোখের কোনে জমা ছিটে ফোটা

জলে, ক্রমশই আবছা হয়ে আসছিল

ডগমগে বিশ্বাস ।

 

প্রথম নিজেকে

"অ" 'মানুষ' হিসেবে আবিষ্কার করলাম

ক্লাস নাইন এ , সেই হিংস্র চোখের বিষাক্ত

চাহুনি আজও আটকে রয়েছে

আমার ওড়নার আড়ালে ।

সন্ধ্যার অন্ধকার গলির মোড় থেকে আসা

নোংরা মন্তব্যের ফুলঝুড়ি ,

আর তোমাদের সভ্য সমাজের খোপরে

লুকিয়ে থাকা কিছু রং বদলানো

গিরগিটী রুপী

বিষাক্ত মানুষের লম্বা লম্বা পা , আজও পিছু

ধাওয়া করে আসছে সমানভাবে ।

 

কিন্তু কোনভাবেই

রুখে দাঁড়ানো চলবে না, কারন আমি তো

নগণ্য , আমি তো নারী ।

 

ঘরের চৌকাঠ পেরিয়ে

প্রগতির ঘরে পা রাখার জো নেই , সর্বত্র

গিরগিটীর আঠালো 'জিভ' ছড়িয়ে আছে

চেটে পুটে খাওয়ার জন্য

আমার রসালো মাংসল শরীর টাকে ।

আর যদি কখনও ইচ্ছে স্বরূপ

গা এলিয়ে দিই তোমাদের বিছানায় , তবে

আমি হলাম -

দুসচরিত্রা , কুলোটা ও কলঙ্কিনী !

অথচ তোমরা করলে সেটা অবশ্য হয়ে যায়

'  পুরুষত্বের অহংকার ' ।

 

" ওরে মাগী "

ভুলে জাসনা তুই কি......... !!

তোরাও সুন্দর, পুরুষের বেড রুমের অন্ধকারে ।

 

তবুত আমি নারী ,

আর তাই হয়ত আমার ঐকান্তিক ইচ্ছে একদম

থাকতে নেয় ।

পিষতে হবে আত্মাহীন চামড়ার শরীর টাকে

রাতের পর রাত ,

স্বো-য়ামির নাছোড় , কচলানো সোহাগের আর

দাম্ভিক পৌরুষত্তের নীচে ...।।।।