আমি নারী - Tapan M Chisty(তপন এম. চিশতী)
আমি নারী
আর এটাই আমার দোষ ।
শুনেছি জন্মের সময় মেয়ে
হয়েছে শুনে, বাবা নাক কুঁচকেছিল সাথে
অসস্তিকর দীর্ঘ নিঃশ্বাস ।
আর মায়ের চোখের কোনে জমা ছিটে ফোটা
জলে, ক্রমশই আবছা হয়ে আসছিল
ডগমগে বিশ্বাস ।
প্রথম নিজেকে
"অ" 'মানুষ' হিসেবে আবিষ্কার করলাম
ক্লাস নাইন এ , সেই হিংস্র চোখের বিষাক্ত
চাহুনি আজও আটকে রয়েছে
আমার ওড়নার আড়ালে ।
সন্ধ্যার অন্ধকার গলির মোড় থেকে আসা
নোংরা মন্তব্যের ফুলঝুড়ি ,
আর তোমাদের সভ্য সমাজের খোপরে
লুকিয়ে থাকা কিছু রং বদলানো
গিরগিটী রুপী
বিষাক্ত মানুষের লম্বা লম্বা পা , আজও পিছু
ধাওয়া করে আসছে সমানভাবে ।
কিন্তু কোনভাবেই
রুখে দাঁড়ানো চলবে না, কারন আমি তো
নগণ্য , আমি তো নারী ।
ঘরের চৌকাঠ পেরিয়ে
প্রগতির ঘরে পা রাখার জো নেই , সর্বত্র
গিরগিটীর আঠালো 'জিভ' ছড়িয়ে আছে
চেটে পুটে খাওয়ার জন্য
আমার রসালো মাংসল শরীর টাকে ।
আর যদি কখনও ইচ্ছে স্বরূপ
গা এলিয়ে দিই তোমাদের বিছানায় , তবে
আমি হলাম -
দুসচরিত্রা , কুলোটা ও কলঙ্কিনী !
অথচ তোমরা করলে সেটা অবশ্য হয়ে যায়
' পুরুষত্বের অহংকার ' ।
" ওরে মাগী "
ভুলে জাসনা তুই কি......... !!
তোরাও সুন্দর, পুরুষের বেড রুমের অন্ধকারে ।
তবুত আমি নারী ,
আর তাই হয়ত আমার ঐকান্তিক ইচ্ছে একদম
থাকতে নেয় ।
পিষতে হবে আত্মাহীন চামড়ার শরীর টাকে
রাতের পর রাত ,
স্বো-য়ামির নাছোড় , কচলানো সোহাগের আর
দাম্ভিক পৌরুষত্তের নীচে ...।।।।