বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

বাঙালী vs বং - Tapan M Chisty(তপন এম. চিশতী)

বাঙালী আর বাঙালী নেয়, হয়েছি সবাই বং

হঠাৎ করে উলটে দেখি পালটে গেছে ঢং ,

 

মোহনবাগান ইস্টবেঙ্গল বাঙাল কিমবা ঘটি

যুক্তি তক্কে তালা বন্ধ , আই পি এল জমজমাটি ,

 

আলু পোস্ত চিংড়ী ইলিশ , রসগোল্লা দই

কে এফ সি আর চিকেন পিৎ জা বাকিটা ডায়েটিং এ রই,

 

কফি হাউস মান্নাদে আর ন্যাংটা চারুর টান

সাউথ সিটি- সিটি সেন্টার এটাই তো ফ্যাশন ,

 

গিঁট লেগেছে পাজামাতে তাই জিন্স এন টি-শার্ট

শালোয়ার এর লোয়ার কেটে হয়েছে মিনি স্কার্ট ,

 

'হিল্লোল' এর 'হি' বড্ড বোকা, স্মার্টেট হল 'লোল'

সবাই দেখি গীটার হাতে গাইছে 'আবোলতাবোল' ,

 

বাজে কথা একদম নয়, বাগিয়ে উঁচু নাক

শুধু কথার আগে কথার পরে অনলি " হোয়াটর্স দ্যা ফাক ",

 

' সত্য রবি শরৎ দ্বিজেন ' , করে ধুক ধুক

কমেন্ট লাইক ট্যাগে বিজি শুধুই ' ফেসবুক ' ,

 

নাটক ফাটক পোষায়না আর, সিনেমাক্সে 'থ্রি-ডি' ,

সুদেস্না টা বড্ড বড়, সর্টকাটে বেশ ' সুডি ' ,

 

প্রেমপত্র হারিয়ে গেছে, ওল্ড ফ্যাশনের সাথে

'থ্রি-জি' তে ভিডিও কলিং, এস এম এস দিনে রাতে ,

 

বিয়ে মানে বড় ফ্যাসাদ, বাড়তি একটা বোঝা

দিব্যি আছি মনের সুখে, 'লিভ ইন' এই তো আসল মজা ,

 

পালটে গেল মেক ওভারটা, উলটে গেল রং

তবু গর্বে মোদের বুক ফুলে যায়, আমরা হলাম " বং " ।।