রক্ত - Tapan M Chisty(তপন এম. চিশতী)
"রক্ত"
বড্ড সস্তা আজকাল ।
আসলে,
মননশীল মানুষগুলোর মরিচা পড়া বিবেক কে
সিক্ত করতে পারেনা,
আজকের এই তাজা রক্তের ছিটেফোঁটা ।
তাই
কমে চলেছে তার দাম ;
যদিও রোজ বেড়ে চলা সাদা রক্তের সামনে
থুড়ি
পেট্রোলের তুলনাই
অতি নগন্য আমার লাল রক্ত ।
" তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব " -
কেমন একটা
পুরনো ডিজেলের পোড়া গন্ধ ভেসে আসছে,
তাই না ............?
হবেই তো !!
তখন দেশ ছিল, সাত রঙের ইউনিটি ,
কিন্তু আজ রং গুলো আছে ঠিকি
তবে এক একটা ইউনিট ছাড়া আর
কিছুই নয় ।
' শাহবাগ কিংবা নন্দিগ্রাম অথবা
প্রেসিডেন্সি ' - সর্বত্র ই এখনো
লেগে আছে আমার সস্তা রক্তের ছিটেফোঁটা ।
অথচ
দাগ কাটতে পারেনি ,তোমার সভ্য মনের
জটিল গ্রাফে ।
ব্যস্তময় দিনের ফ্রাসট্রেসন , যৌনতার
সুগন্ধি ঘাম আর ৩০ এম এল মদে
এক টুকরো বরফের ভেসে থাকা ;
বার বার প্রমান করে দেয় ,
আমার সস্তা রক্তের প্লাবতা হয়ত
সত্যিই খুব কম ।
সময় কোথায়
এত শত ভাবার ?
বোকা বাক্সের দয়ায় ,
আই পি এল তাণ্ডব আর বিকিনি
সুন্দরীদের শিহরণ জাগানো নৃত্য আবার
কখনও বা
'জেহাদ' এর বন্দুকের নলে লেগে থাকা
আমার সেই সস্তা রক্ত ।
বড্ড একঘেয়ে লাগে ।
তাই হয়ত
আজ আমার রক্তে শুধুই
কালো ধোঁয়ার বিষ .........।।