বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

রক্ত - Tapan M Chisty(তপন এম. চিশতী)

"রক্ত"

বড্ড সস্তা আজকাল ।

 

আসলে,

মননশীল মানুষগুলোর মরিচা পড়া বিবেক কে

সিক্ত করতে পারেনা,

আজকের এই তাজা রক্তের ছিটেফোঁটা ।

তাই

কমে চলেছে তার দাম ;

যদিও রোজ বেড়ে চলা সাদা রক্তের সামনে

থুড়ি

পেট্রোলের তুলনাই

অতি নগন্য আমার লাল রক্ত ।

 

" তোমরা আমাকে রক্ত দাও,

আমি তোমাদের স্বাধীনতা দেব " -

কেমন একটা

পুরনো ডিজেলের পোড়া গন্ধ ভেসে আসছে,

তাই না ............?

হবেই তো !!

তখন দেশ ছিল, সাত রঙের ইউনিটি ,

কিন্তু আজ রং গুলো আছে ঠিকি

তবে এক একটা ইউনিট ছাড়া আর

কিছুই নয় ।

 

' শাহবাগ কিংবা নন্দিগ্রাম অথবা

প্রেসিডেন্সি ' - সর্বত্র ই এখনো

লেগে আছে আমার সস্তা রক্তের ছিটেফোঁটা ।

অথচ

দাগ কাটতে পারেনি ,তোমার সভ্য মনের

জটিল গ্রাফে ।

ব্যস্তময় দিনের ফ্রাসট্রেসন , যৌনতার

সুগন্ধি ঘাম আর ৩০ এম এল মদে

এক টুকরো বরফের ভেসে থাকা ;

বার বার প্রমান করে দেয় ,

আমার সস্তা রক্তের প্লাবতা হয়ত

সত্যিই খুব কম ।

 

সময় কোথায়

এত শত ভাবার ?

 

বোকা বাক্সের দয়ায় ,

আই পি এল তাণ্ডব আর বিকিনি

সুন্দরীদের শিহরণ জাগানো নৃত্য আবার

কখনও বা

'জেহাদ' এর বন্দুকের নলে লেগে থাকা

আমার সেই সস্তা রক্ত ।

বড্ড একঘেয়ে লাগে ।

 

তাই হয়ত

আজ আমার রক্তে শুধুই

কালো ধোঁয়ার বিষ .........।।