একাকীত্ব - Tapan M Chisty(তপন এম. চিশতী)
গভীর রাত্রে
হঠাৎ ঘুম ভেঙে যায় ,
ফাঁকা আকাশের দিকে চেয়ে রই
অনুভব করি রাতের নিস্তব্ধতা ও একাকিত্ততা ।
খুঁজে পাই
জীবনের প্রকৃত মানে ,
আশেপাশের কেউ তোমার নয়
রাতের অন্ধকারের মতই তুমি একা ।
চরম সত্যি
তুমি শুধুই তোমার ,
আর সবকিছুই আপেক্ষিক
পৃথিবীটা কেবল স্বার্থে পরিপূর্ণ ।
ভুলে যাও
দুনিয়ার দুনিয়াদারী ,
খুঁজে নাও নিজেকে তোমার মধ্যে
অনুভব কর তোমার সেই একাকিত্ততা ।।