বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

কবিতা তোমার জন্য - Tapan M Chisty(তপন এম. চিশতী)

হৃদ গগনে জমিয়াছে মেঘ

           বাহিয়াছে শত ঝড় ,

অশ্রুবারি গড়িছে নদী

          ভাঙিছে মন মড় মড় ।

 

মোহো মেঘে কালো

          মোর করিয়াছে আঁখি ,

পাইনা কো তারে

          করে শত ডাকাডাকি ;

ক্ষণিক পলকে আঁখির ঝলকে

          হারায়াছি মুই তারে ,

সেছিলনা মোর প্রানের মানুষ

          তবু কেন খুঁজি তারে বারে বারে?

 

মিটাইয়া আস শরীর মনের

          বেচিয়াছে মোর সত্ত্বা ,

তবু কেন শুধু হানিছে আঘাত

         হইয়া অকাতরে উন্মত্তা !

 

ভুলাইয়া সব অতীত পাঠন

         ডাকিছে তোরে নূতন প্রাত,

দাঁড়াইয়া আছে প্রানের- পুরুষ

         বাড়াইয়া দিয়া প্রেমের হাত ;

না চাহিয়া তব আর তার পানে

         নূতনরে কর আহ্বান ,

আত্মার স্বস্তি মন আধারে

         নিজেরে করিয়া বিসর্জন ।।