কবিতা তোমার জন্য - Tapan M Chisty(তপন এম. চিশতী)
হৃদ গগনে জমিয়াছে মেঘ
বাহিয়াছে শত ঝড় ,
অশ্রুবারি গড়িছে নদী
ভাঙিছে মন মড় মড় ।
মোহো মেঘে কালো
মোর করিয়াছে আঁখি ,
পাইনা কো তারে
করে শত ডাকাডাকি ;
ক্ষণিক পলকে আঁখির ঝলকে
হারায়াছি মুই তারে ,
সেছিলনা মোর প্রানের মানুষ
তবু কেন খুঁজি তারে বারে বারে?
মিটাইয়া আস শরীর মনের
বেচিয়াছে মোর সত্ত্বা ,
তবু কেন শুধু হানিছে আঘাত
হইয়া অকাতরে উন্মত্তা !
ভুলাইয়া সব অতীত পাঠন
ডাকিছে তোরে নূতন প্রাত,
দাঁড়াইয়া আছে প্রানের- পুরুষ
বাড়াইয়া দিয়া প্রেমের হাত ;
না চাহিয়া তব আর তার পানে
নূতনরে কর আহ্বান ,
আত্মার স্বস্তি মন আধারে
নিজেরে করিয়া বিসর্জন ।।