মরুভূমি - Tapan M Chisty(তপন এম. চিশতী)
দু-জোড়া নিথর চোখ,
মধ্যেখানে এক সমুদ্র রোদেপোড়া
ছ্যাঁকছ্যাঁকে বালি ;
কখনও বা জ্যোৎস্না চকিত
অপরুপ সৌন্দর্য ।
মাঝে মাঝে
বিসাক্ত সব কাঁটার ঝোপ,
দাড়িয়ে আছে ঠাণ্ডা বা গরম
তাজা লাল রক্তের জন্য ।
আকাশ ফুটো করে ভেসে আসে
একপুঞ্জ কালো বাতাসের
উষ্ণ আমন্ত্রন,
আর্তনাদে কাঁপতে থাকে
সারা পৃথিবী ।
দু- ফোঁটা জল চাই !!
সে যে কেন
এতটাই নিষ্ঠুর ......।।