বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

মরুভূমি - Tapan M Chisty(তপন এম. চিশতী)

দু-জোড়া নিথর চোখ,

মধ্যেখানে এক সমুদ্র রোদেপোড়া

ছ্যাঁকছ্যাঁকে বালি ;

কখনও বা জ্যোৎস্না চকিত

অপরুপ সৌন্দর্য ।

মাঝে মাঝে 

বিসাক্ত সব কাঁটার ঝোপ,

দাড়িয়ে আছে ঠাণ্ডা বা গরম

তাজা লাল রক্তের জন্য ।

 

আকাশ ফুটো করে ভেসে আসে

একপুঞ্জ কালো বাতাসের

উষ্ণ আমন্ত্রন,

আর্তনাদে কাঁপতে থাকে

সারা পৃথিবী ।

 

দু- ফোঁটা জল চাই !!

 

সে যে কেন

এতটাই নিষ্ঠুর ......।।