প্রিয়তমা - Tapan M Chisty(তপন এম. চিশতী)
হারিয়ে যাব কোন একদিন
তোমার চোখের পাতায় ,
হারিয়ে যাব মেঘের কোলে
একটু ভালবাসার আশায়।
শিশির হয়ে পড়ব ঝরে
তোমার নয়ন থেকে ,
নদীর জলে মিশে গিয়ে
চলব একে বেকে ।
শিউলি ফুলের সুগন্ধেতে
থাকব আমি মিশে ,
তোমার ঠোঁটে পাবে আমায়
মিষ্টি হাঁসির বেসে ।
প্রজাপতির রঙে আমি
রাঙিয়ে দেব তোমায় ,
জীবন তোমার ভরিয়ে দেব
ভালবাসার ছোঁয়ায় ।
আলতো ভাবে দুচোখ মেলে
বলবে তুমি আমায় ,
আমিও প্রিয় হারিয়ে গেছি
তোমার চোখের পাতায় ।।।।