বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

অদ্ভুদ জীবনের ছবি - Suman Sahu

আজি এ অদ্ভুদ জীবনের ছবি

আমি এঁকে চলি বারে বারে

জীবনের শত রঙ হাতে

তবুএ রঙে ডোবেনি

               -মোর তুলি 

 

যে ছবি এঁকেছি আগে

সে কবে ধুয়ে মুছে গেছে

তাই এঁকে চলি বারে বারে

জানি এও যাবে মুছে

          -এ জীবনের সাথে 

 

আমার এই অদ্ভুদ  ছবি

কবে গেছে মিশে জীবনের সাথে

শেষ হয়েও রয়ে যাবে সব ই

যদি কোনো দিন হাতে

             -তুলে নাও তুলি

 

শত রঙে রঙিও না

আমি যে শুধু তোমার রঙেতে রঙি

সে রঙ যদি না দাও তুমি

হতে প্রস্তুত আমি

           -অদ্ভুদ জীবনের ছবি  ।