মন বধুয়া - Suman Sahu
আজ সন্ধ্যে থেকে
একাকী ছাদে
রয়েছি শুয়ে
আকাশের দিকে চেয়ে ,
সারা দিনের শেষে
ক্লান্ত দাবদাহে
উত্সুক চোখ
রাতের অন্ধকারে I
বিশাল এ জলসা
ঝিকমিক আলেয়া
ঘুট ঘুটে কালো ক্যানভাসে
চোখ জল ঝাপসা
খোঁজে মন বধুয়া
আকাশের মাঝে কবিতা তোমাকে |