বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

বিশ্ব কবি - Suman Sahu

  হে বিশ্ব কবি -

দিগন্ত থেকে শুনেছি তোমার বার্তা I

 

তুমি এসেছিলে

ঐ পূব দিগন্ত থেকে

আলোক ঝরনা ধারা নিয়ে

তপোবনে তপন স্নিগ্ধ মরুচ্ছাস,

ওহে রবীন্দ্রনাথ I

 

বৈশাখে নব রবি

উঠেছিলে পূবে

সোনালী কিরন ধরে

নেমে ছিলে জোড়াশাকোয়

ঠাকুর পরিবারে ;

সারদা মায়ের কোল থেকে নেমে

এসেছো বঙ্গ মায়ের স্নেহাচলে

সাজিয়েছো তারে নূতন সাজে

"রূপসী" কখনো "সোনার বাংলা" রূপে I

 

আলোক ছ্টা স্বর্নমালা

আলোক রজনী

ফোটাও খুশি পূবাচলে

অন্ধকারের গ্লানী,

তন্দ্রাচ্ছন্ন বিশ্ববাসী

উঠলো জেগে জেগে

ধরলো জেঁকে দিবস ছ্টা

মনে প্রানে জেঁকে ,

উষার হাসি খিল খিলিয়ে

জাগায় মনে ছবি

জানালা ধারে উদাস মনে

কলম ধরে কবি I

 

ভাবের ঢেউয়ে জোয়ার আসে

কবির কলম 'পরে

রঙ বেরঙের আলোক ছ্টা

কবির অঙ্ক কষে

পূবাচলে আবির মেখে

অমোঘ দ্যুতি কবি

"সোনার তরী" বাঁধছে বসে

ওযে ছোট্ট রবি I

 

ওহে রবীন্দ্র -

তোমার লেখনী ঝরনা ধারায়

ফুটেছে কুসুম কবিতালয় ,

তোমার কবিতা তোমার লেখা

অমৃত প্রানে প্রেমে গাঁথা ,

তোমার সুরে সুরেলী স্নেহা

তোমার পরশে মোদের কায়া ,

 

কবিতার সেরা কবিতা লেখো

গল্পের সেরা গল্প 

এথায় কতো ফোটাও ছবি

ফোটাও মধুর কল্প I

 

তোমার গৌরব যশ 

বাড়াতে আমরা হব নিরলস

এ প্রতিঞ্জা তোমার চরনে

তোমার মহিমা তোমার কৃতি

তোমার ই গরিমা হয়ে রবে গীতি

সকল হৃদয়ে জীবনে-মরনে II