চুপি চুপি রাত এভাবেই নেমে আসে - সুতীর্থ মুখার্জী
চুপি চুপি রাত এভাবেই নেমে আসে,
ঘুম ঘুম চোখ এভাবেই খুঁজে যায় স্বপ্নের ঠিকানা.
আকাশ এল, রোজ জমকালো,
এ মৌতাত কখনো ফুরোয় না...
তবু সন্ধ্যের জানলা তেই বৃষ্টি নামে,
পাখী দের ডানা তখন নিবিড় আরামে..
সারা শহর ভিজে গেলেও,
মন ভেজে না....
চেনা রোদ্দুর জানি ফিকে হয়েছে,
পরিচিত সুর আজ বাউন্ডুলে..
নরম চাদরে যোছনা রাত কাবার,
ওরা কি ফিরবে চেনা রাস্তায়....তুমি ছুঁয়ে দিলে...!!!