স্বপ্ন দেখি তোমায় নিয়ে - Suman Sahu
আমি স্বপ্ন দেখি
তোমায় নিয়ে
আমি কবিতা লিখি
তোমার তরে
আমি গর্ব করি
তোমার হয়ে
আমি ভালোবাসি
তোমার সাথে
তুমি ডোবাও আমায়
তন্দ্রা দিয়ে
তুমি ভাবাও আমায়
উদাস করে
তুমি মহান হয়ে
আমার হৃদয়
আমার প্রেমে
ডোবাও তোমায়
ভোরের আলোয় চমকে উঠি
এই হলো বুঝি তোমার ছুটি
সারা দুপুর উদাস মনে
কবিতা লিখি তোমার তরে
সন্ধ্যে হলে মনের ফাঁকে
স্বপ্ন রঙিন তোমার ছবি আঁকে
নীল সাগরের ঢেউয়ে
তুমি উঁকি মারো
অমনি আমি বলি
আরো কাছে এসো
পানসি মেঘে ঘুরে বেড়াও
নীল আকাশ পথে
রাম ধনু রং রাঙিয়ে তোলো
আমার হৃদয় জুড়ে
স্নিগ্ধ শুভ্র কুয়াশা হয়ে
সবুজ পাহাড় ধরে
গর্মী শ্বাসে ঝরে পড়
শিশির বিন্দু হয়ে
তবুও আমি স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি তোমায় নিয়ে ।