কবিতা তোমাকে - Suman Sahu
নিঝুম রাতে চাঁদের ভাসা
কিংবা ভোরের সূর্য্য আশা
ও তো বিস্তির্ণ আকাশে
জীবন ছন্দে মনের ভাষা
কিংবা প্রানের ভালবাসা
সে তো হৃদয়ের ক্যানভাসে ।
উদয় আর অস্থাচলে
লিখে চলে কবিতা তোমাকে…..
যে স্বপ্ন দেখায়
যেন স্বপ্নে তারে দেখি
যে মিশে থাকে ভালো লাগায়
যেন তারে ভালোবাসি ।
যারে স্বপ্ন দেখাই
যেন সেই স্বপ্নের মতো হয়ে চলি
তার ভালোলাগার
ভালবাসা মাখি……