বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

অভিপ্রায় - Tapan M Chisty(তপন এম. চিশতী)

আমায় খুজি আজও আমি

   দূর আকাশে মেঘের মাঝে ,

আমি আমার মাঝে হারায়ে থাকি

   সকাল থেকে সাঁঝে ।

নিশিত রাতে আলোর প্রাতে

   জেগে অথবা আচ্ছন্নে ,

নস্টালজিয়া ফুটে ওঠে

   গভীর মনের ছোট্ট কোনে ।

অন্ধকারের মায়াজালে

   আজও রক্তাক্ত এ শরীর ,

যন্ত্রণাময় ছিন্ন হৃদয় বেরতে চায়

    ভেঙে কাঁটাবিদ্ধ প্রাচীর ।

কালো ধোঁয়ার ঘূর্ণিপাকে

   ইচ্ছে গুলো গেছে মরে ,

একাকিত্তের জীর্ণ স্মৃতি

  সূর পায় আজ পুরানো গীটারে ।

তবু সব ভুলে আচিন পাখি

   ফিরতে চায় আপন কুলায় ,

নেবেকি তোমরা তোমাদের মাঝে

  মরচে পড়া অতীত ভুলায় ।

সমাজের যত মুখোশ মানুষ

   করেছে আমায় আমার আড়ালে,

বেরিয়ে আমি আসতে পারি

   আশা'র হাতটি বাড়ালে ।।