কনফেসন - Tapan M Chisty(তপন এম. চিশতী)
আজকাল চারিদিকে
একটা হিড়িক পরেছে ,
জমে থাকা নাবলা কথা গুলোকে
সবার সামনে তুলে ধরার ।
নাম দিয়েছে - ' কনফেসন বাক্স ' ।
এ বলে আমায় দ্যাখ ,
তো ও বলে আমাকে দ্যাখ ।
অথচ বক্তার আসল চেহারাটা ই
কেউই দেখতে পায়না কখনও ।
মুখসের আড়ালে
যে যা ইচ্ছে সে তাই বলে যাচ্ছে ।
পরিবর্তন ঘটেছে
' কনফেসন ' এর আক্ষরিক অর্থে ।
কারো উপচে পড়া ক্ষোভ
তো কারো
ঠুনকো মনের গোপন প্রেম ,
আবার কখনও
সুন্দরীদের বে-মিসাল তারিফ ;
এ যেন -
নিজেকে বিক্রি করার
দ্রুত এবং শর্টকাট বিজ্ঞাপন ।
মূল্যবোধ, সাহসিকতা, সাহচর্য
আটকে গেছে
বাংলা অভিধানের কোন এক
ধুলো ময় ছেঁড়া পুরনো পাতায় ।
আর তাই
মানুষ নিজেকে ' মুভ অন ' করেছে
ইন্টারনেটের হাইস্পিড ডেটার সাথে ।
মন থেকে আসুক বা
নাই আসুক , 'কনফেসন ' এর দৌড়ে
ঝাঁপিয়ে পড়েছি আমরা সবাই ।
তাই হয়ত আজ অতি সহজেই
' লগ ইন- লগ আউট ' হয়ে যাচ্ছে
আমাদের ইচ্ছে গুলোও ;
আর তার সাথে বদলে যাচ্ছে
" রিলেশনশিপ স্ট্যাটাস " ......।।