আমি - Tapan M Chisty(তপন এম. চিশতী)
নই কোন হিমালয়ের শৃঙ্গ ছুড়া
নই কোন বিস্বাদ স্বপ্ন,
গোধূলির মায়াজালে ক্লান্ত এক পথিক।
ভাঙা প্রান, তবু মনে রয়ে গেছে তোমার
সেই না গাওয়া কত গান।
সকালের শিশির ভেজা মনে,
আবার বর্ষার প্রথম আগমনে ;
কোকিলের ডাকে, উদাস মনের ফাঁকে ফাঁকে।
একটু ভাললাগা আবার কখনো ভিড়ের
স্রোতে চুপ কান্না এর আর্তনাদ।
কিছু না বলা কথা,
আবার শত চিতকারেও একটু নিরবতা।
আমি তোমার ই ছায়া,
পুবায়ি বাতাসে ভেসে আসা এক অদ্ভুত মায়া ।।