বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

মডার্ন প্রেম - Tapan M Chisty(তপন এম. চিশতী)

সে প্রায় বছর তিনেক হয়ে গেছে,

প্রথম প্রেমের বিরহ যন্ত্রণায় কাতর এক কিশোর

যানজট মুখর ব্যস্তময় শহরের এক

সস্তা রেস্ততায় , একটুকরো শান্তির খোঁজে ;

বিগত বছরগুলির শীতলতম প্রেমের

তরতাজা স্মৃতি রোমন্থন ।

 

কাঁপা কণ্ঠের সম্বোধন -

আমি কি এখানে বসতে পারি  প্লিজ !!!

কিন্তু কোন উত্তর পেলনা সে ।

কিছুক্ষন সাইলেন্ট মুভির নিঃশব্দ প্রোমোশন ,

আর তার পরেই

'সেকেন্ড টাইম লাভ এ্যাট ফার্স্ট সাইট ' ।

 

সহজ সরল এক বিবর্ণ নিস্তেজ মুখ ,

আহা এ যেন আমার

সীমাহীন মরুভূমির মাঝে হারিয়ে যাওয়া

'এক চিলতে সুখ' ।

গায়ের রঙটা কালো , ঢংটা বেশ ভালো ,

পরনে সবুজ শালোয়ার , আমার নিভতে বসা

ক্ষীণ প্রদীপে অক্সিজেনের জোয়ার ।

 

তারপর কন্টিনিউয়াস কন্ত্রভারসি, একদম শেষে

'মে আই হ্যাভ ইউর নাম্বার প্লিজ' !!

 

তখন ঠিক রাত ১২ টা ,

সেল ফোনের রিং বাজে ওপারে ,

'কুছ কুছ হোতা হ্যায়' .........

হ্যাঁ, বল ।

সারারাত চলল ধুলময় পুরানো 'অতীত সাহিত্যের

ইতিহাস পঠন -পাঠন ।

 

জমে থাকা মন খারাপের মেঘ,

বৃষ্টি হয়ে ঝরে পড়ল অঝরে, রাতের পর রাত।

ধুয়ে গেল সমস্ত রাগ অনুরাগ, কথা হল

ছোট্ট ছোট্ট সুখ দুঃখ তারা করে নেবে

সমান ভাগে ভাগ ।

সময়ের সাথে এগিয়ে চলল

লং টার্ম রিলেশনশিপের চার পায়া , মাঝে মাঝেই

নেমে আসত, কালো সন্দেহের ছায়া।

কিন্তু পার্কের ধারে অথবা মাল্টিপ্লেক্সের কোনে

হারিয়ে যেত সব কিছুই -

শারীরিক উষ্ণতার আদান প্রদানে ।

 

একদা ' এণ্টাইজার' এর পিছনে বসে এল 'সে' ,

এক দামী রেস্তরাঁয় ,

খাবার দাবার এর বিল মেটাল 'ক্রেডিট কার্ডের'

ধারের টাকায় ।

বাইরে কিছু দূরে দাড়িয়ে ছিলাম আমি, আমায়

দেখে তার গালে খেল মিষ্টি একটা হামি ।

বাইকে চেপে হাত নাড়িয়ে আমায়

বলল - বাই ... ...

কানে কানে বলল ওকে, ডোন্ট অরি ডার্লিং

হি ইস লাইক মাহ্ ভাই ।

 

অবশেষে আবার এল সেই দিন,

মুক্ত করে দিল সে আমায়, মিটিয়ে দিয়ে গেল

আমার ভালবাসার ঋণ ।।