চারাগাছ - Tapan M Chisty(তপন এম. চিশতী)
একটুকরো ভাঙা চাঁদ,
হলুদাভ শরীরে কোথাও কোথাও
জোরাল ক্ষত ;
মাঝে মাঝে ঝরে পড়ছে
একবিন্দু একবিন্দু করে
অত্যন্ত কালো বধ রক্ত ।
ঠাণ্ডা বাতাস
চেষ্টা করে চলেছে ,
যদি জমাট বাঁধানো যায়
কার্বন-ডাই-অক্সাইড মেশানো
ধোঁয়াটে রক্তকে ।
সেকি সম্ভব ?
হয়ত হ্যাঁ আবার হয়ত না !
কিন্তু সবুজাভ আশার ক্ষীণ প্রদীপ
নিভবে না কিছুতেই ।
অক্সিজেন জোগান দেয়ার জন্য
ভাঙা চাঁদ থেকেই
মাথা চাড়া দিয়ে উঠেছে ,
একটি ছোট্ট
টকটকে সবুজ চারাগাছ ।।