কলম - Tapan M Chisty(তপন এম. চিশতী)
লিখেছ তুমি অনেক কিছুইই
লিখেছ তুমি সবই
কাউকে করেছ অমর্ত্য সেন
কাউকে করেছ রবি ।
কেউ হয়েছে ঐতিহাসিক
তোমার ছোঁয়া পেয়ে
কেউ হয়েছে কিশোর কুমার
তোমার লেখা গেয়ে ।
আইনস্টাইন হয়েছে খ্যাত
তোমার সৃষ্টি গুনে
চিরকাল তারা অমর হয়ে
রয়েছে মানব মনে ।
আজকে লিখ কিছু কথা
আমার বুকের রক্ত দিয়ে
বেঁচে আছি মোরা যার জন্য
মুখ বুজে সব সয়ে ।
তুমিই বল, পাবনা কি মোরা
পৃথিবীর ক্ষুদ্র একটি কনা
অন্ন বস্ত্র থাকার জন্য
বন্ধ হবে মারামারি হানিহানা ।
থাকবেনা কোন জাত ধর্ম
এই সমাজের বুকে
সবাই পাব দু- মুঠো ভাত
মরবনা অনাহারে, ধুকে ধুকে।
দেখেছ তুমি সব ইতিহাস
লিখেছ চরম সত্যটাই
সবার আগে পেট সত্য
তার আগে কেউ নাই ।।