প্রেম নিবেদন - Tapan M Chisty(তপন এম. চিশতী)
দেখেছি ভালবাসার ছায়া
তোমার বৃষ্টি ভেজা চোখে ,
পেয়েছি আজকে আমি
এতদিন খুজেছি যাকে ।
কণ্ঠে যাহার কোকিলের স্বর
হৃদয় কুয়াশায় ঢাকা ,
খুলেছে আজ মনের দুয়ার
যা ছিল বন্ধ রাখা ।
পূর্বরাগের প্রথম পলকে
সঁপেছি তোমাকে প্রান ,
ডুবেছি আমি তোমার প্রেমেতে
হারিয়েছি লাজ মান ।
স্পর্শে তোমার হয়েছি পাগল
তর নাই আর সহে ,
জড়ায়ে ধরে শীতল করো
বক্ষে আগুন বহে ।
এসেছে ফাগুন লেগেছে আগুন
আমার হৃদয় মাঝে ,
এসোগো প্রিয়ে গৃহেতে আমার
নব বধুর ই সাজে ...।।