শিশির - Tapan M Chisty(তপন এম. চিশতী)
চলে গেল,
লাল টুটটুকে দত্যাকার সূর্যটা।
রঙ বেরঙের ঢেউ আস্তে আস্তে
হারিয়ে গেল,
ঐ যে...
দূরের নদীটায় ।।
তবু ছুটে চলেছে
ক্লান্ত হাওয়াটা ,
পাল সে তুলবেই ।।
কিন্তু,
এ জল যে বড্ড কালো ।।
লাল-সবুজ-হলুদ
যত মানুষ, তত ঢেউ ।
ভয় নেই !
ঐ যে ঝরে পড়ছে,
একফোঁটা 'সাদা শিশির' ।।