আমিও মানুষ - Tapan M Chisty(তপন এম. চিশতী)
ওরা বলে
আমি এখনও ছোট ,
অপুর মতই শুধু কল্পনাপ্রবন
সবকিছু বোঝার মত ক্ষমতা আমার হয়নি,
তাই ভুল পথে চলছি ।
সত্যিই কি
আমি তাহলে ভুল ,
কাউকে ভালবাসাটা কি অন্যায় ,
তাকে নিয়ে স্বপ্ন দেখা ঘোর অপরাধ
না মহাপাপ ...?
ওরা কেন
আমায় শুধু বকছে,
বুঝছে না আমার মনের কথা ,
নাকি ওরা ভুলে গেছে
আমিও মানুষ ।।