উন্নত মানব - Tapan M Chisty(তপন এম. চিশতী)
পৃথিবীর জন্য আজ
আর তার কাছে সময় নেই ,
ধরণীর জলের স্বাদ
আজ অত্যন্ত বিস্বাদ ; তাই
সে মরিয়া , মঙ্গলের জল পানের
অক্লান্ত চেষ্টায় ।
সবুজ গাছের
প্রানবায়ু আজ হয়ত ব্যর্থ
প্রাণদানে , তাই সে ব্যস্ত
মঙ্গলের বুকে বাতাস সন্ধানে ।
অভুক্ত দেহ কঙ্কাল , আঢাকা
শরীর আর চোখে পড়ে না ;
তাই তার দৃষ্টি আজ
শুধুই মঙ্গল ... ।।