বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

কেমন আছ ? - Tapan M Chisty(তপন এম. চিশতী)

কেমন আছ ?

 

ভালো আছি কিনা ঠিক জানিনা ,

তবে হ্যাঁ , দিব্যি বেঁচে আছি এখনও ।

মাঝে মাঝে নিজেকে বড় অসহায়

বলে মনে হয় ,আসলে হয়ত

মনে করি বলেই মনে হয় ।

 

আয়নার কাঁচে রোজ নিজেকে দেখি ,

অথচ কেন জানিনা মনে হয় ,

আমার শরীরের আড়ালে যে মানুষটা

গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে , সে

এক্কেবারে অপরিচিত, অচেনা অজানা ।

 

ভালো কি খারাপ কি ,

ঠিক বুঝে উঠতে পারিনা , মনে হয়

সবই যেন আপেক্ষিক । তবে কিবা

এসে গেল,

ভালো করলাম কি খারাপ ; বাঁচব তো

মাত্র কয়েকটা বছর ।

তারপর কোথায়

ভালো কোথায় খারাপ, কোথায় বা

আমি আর আমার ভাবনার মাথা মুণ্ডু ।

 

পাগল পাগল লাগে নিজেকে ,

কি যে চাই আর কি যে চাইনা

তার জাঁতাকলে পিসতে থাকি সর্বক্ষণ ।

কখনও আঁধার আঁকড়ে ধরি বসি ,

আবার কখনও আলোর

অপেক্ষায় দিন গুনে যায় ।

এই ভাবে রাত্রি ঘনায় আবার সকাল

আসে , মুখ টিপে বুক চাপড়ে

জিজ্ঞেস করি নিজেকে - এই মন

ভালো আছিস তো ?

 

- বেঁচে আছি, আর তুমিও কি তাই... ?