নষ্ট কবিতা - Tapan M Chisty(তপন এম. চিশতী)
না!!!
আর আসছে না,
কোন রঙিন প্রেমের ছন্দ বা
রক্ত গরম করা, সামাজিক কবিতা।
মরে গেছে
সব লেখা, পচে গেছে কবিতা,
পোকা ধরেছে রক্তে ও কলমের ডগায়।।
ঐ যে
গন্ধ বেরোচ্ছে,
অক্ষরের লাসঘর থেকে,
বিশ্রী পচা গন্ধ।
পাচ্ছনা তুমি??
তা পাবে কি করে, নাকের ডগায় তো
এখনো লেগে আছে-
কত রাতের ন্যাংটা শরীরের ঘাম মেশানো
কালো যৌনতার, আঁশটে আদর।।
সভ্যতার আরালে 'উঁকি মারছে'
চোখ ধাঁধানো "খাঁজ প্রদর্শনী প্রতিযোগিতা" ,
আর সাথেই বেড়ে চলা
হৃদ স্পন্দন ও সময়-অসময়ে
তরল স্খলন ;
সবই যেন মার্জনীয়, এই ভগ্ন সমাজের
নগ্ন প্রতিসরনে ।।
কবিতা
আজ হার মেনেছে ;
মাকড়সা বাসা বাঁধছে
দুপাশ ফেরানো, যৌনতার আলিঙ্গনে।
স্বপ্ন ভাঙার
ক্যাঁচ ক্যাঁচ বিছ্রি আওয়াজ
আর
ডাস্টবিনের নোংরায় পচে যাওয়া
একরাশি চুম্বনের আর্তনাদ,
সবই যেন আবছা করে দিচ্ছে
তোর-
অশ্লীল মন ও উলঙ্গ শরীরের
যৌথ ভালবাসাকে ।।
তবে
দোষটা..., শুধুই কি
আমার কবিতার ই...???
মস্তিষ্কের বিকৃত কামনা,
প্লাস্টিকে মুখ ঢেকে যন্ত্রণা মুক্তির
বিশুদ্ধ বাতাস লেহন, অথবা
ধোঁয়া ও অন্ধকারের মাঝে টলতে থাকা
সেই না পাওয়া অভিপ্রায় গুলো,
যেন আজ
বাসি পাউরুটির উপর থকথকে
ছত্রাকের গাঢ় আস্তরন ।।
জানি ,
তোর দম বন্ধ হয়ে আসছে
এঁটো কবিতার দুরগন্ধে ;
তোর লালসার রস
ধুয়ে ফেলেছে, বৃষ্টিতে ভেজা
সিক্ত মাটির সোঁদেল গন্ধ।
আর
তোর চোখগুলো, আজও খুঁজছে
আমার কবিতার কাটা-ছেঁড়া
শ্লীলতাহানির টুকরো খবর ; তাই
বিষাক্ত রং গুলোও ব্যর্থ,
সমাজের পার্থিব ক্যানভাসে ।।
'ভারচুয়াল'
সম্পর্কের জটিলতায়
আটকে রয়েছে, বাস্তবতার ঘুড়ি।
হতাশার ঘেরাটোপে
কবিতার জঞ্জাল।
যৌনপল্লীর ভিড়ের স্রোতে ভেসে যাওয়া
কোন এক কালো মেয়ের,
ক্ষুদার্থ শরীর
আর তার রঙিন ঠোঁটের ফাঁকে
আমার " নষ্ট কবিতা " ।।।।