অসম প্রেম - Tapan M Chisty(তপন এম. চিশতী)
একরাশি
নদীর জল, একাত্মভাবে
চেয়ে আছে নিঃসঙ্গ চাঁদটার দিকে।
বলতে চায়ছে,
সহস্র বছর ধরে জমে থাকা
না বলা তার অপেক্ষার কথা।
সে অবিভূত, চাঁদের
অকৃত্তিম অপরূপ সৌন্দর্যে।
চাঁদ জানে,
তাকে ছাড়া এই সৌন্দর্য
একেবারে অসম্পূর্ণ। তাইতো
সে একাত্মভাবে মিশে যায়,
নদীর জলে ......।
সেও চায়
তার এই নিসঙ্গতা-একাকিত্ততা,
চিরদিনের মতো দূরে সরিয়ে দিতে,
জানাতে চায়
সুখ-দুঃখ মিশ্রিত
একান্ত ভালবাসার কথা।
কিন্তু.........
এ ভালবাসা যে অসম...।।