তীরের খোঁজে - Suman Sahu
একলা মনের রাত্রি কাঁদে
হায়েরে ভালবাসা
গভীর চোখের সরোবরে
ঝিলমিল আলেয়া
পলক ফেলে মুক্ত ঝরে
শোকায়ে গভীর নিশ্বাসে
আকাশ কালো ঘন মেঘে
এখনো বুকের মাঝে
কাটছে সময় ভাঙছে ঢেউ
ভালবাসার তীরে
অথেই জলে আমার কেউ
রয়েছে তীরের খোঁজে ।