একলা মনে - Suman Sahu
তোমার কথা ভাবলে পরে
জল আসে চোখে
বুকের ভেতর শুন্য লাগে
একলা মনের মাঝে
রয়েছো তুমি তোমায় নিয়ে
আমার থেকে দুরে
নেমে আসো দুগাল বেয়ে
তোমায় ভাবলে পরে
বুকের মাঝে মেঘ হয়ে
থেকো চিরতরে
ভালোলাগার স্বপ্ন ধুয়ে
বৃষ্টি নামাও চোখে ।